
নরসিংদী থেকে বাবুল মিয়া।।নরসিংদী সদর উপজেলার আলোকবালী পশ্চিমপাড়া থেকে বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মাণের কাজের গুণগত মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকনের। তাঁর নির্দেশে জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম জিএস শরীফ, সাংবাদিক বাবুল, আবুল কাশেম ও সজল সরজমিনে পরিদর্শন করে দেখেন কাজ সিডিউল অনুযায়ী হচ্ছে। তারা সড়কের দুই পাশে সিডিউল টানানোর পরামর্শ দেন এবং মান বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এলজিইডি নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী জানান, সব নির্মাণ সামগ্রী বুয়েট টেস্টসহ সিডিউল মোতাবেক ব্যবহৃত হচ্ছে এবং কাজের মান সন্তোষজনক। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহন বলেন, “আমরা শতভাগ সিডিউল অনুযায়ী কাজ করছি এবং সব উপকরণ বুয়েট টেস্টকৃত।”