
নিজস্ব প্রতিবেদক।। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়খোয়া ইউনিয়নের রাখাল দেবী বাজার সংলগ্ন এলাকায় সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে,ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য রাজিউর রহমানের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে বাজার সংলগ্ন একটি মেহগুনী গাছ দু’জনের পরামর্শক্রমে কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, তারা ব্যক্তিগত লাভবান হওয়ার উদ্দেশ্যে গাছটির মূল্য ভোগ করার পরিকল্পনা করেছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তিত গাছটি জব্দ করেন।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা জানালেও, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।