
নিজস্ব প্রতিবেদক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন এবং প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন জাদুরানী বাজার এলাকায় অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মহোদয়। অনুষ্ঠানে তিনি এলাকার সাধারণ জনগণের উদ্দেশ্যে গণভোট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
উক্ত কর্মসূচির মাধ্যমে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকার জনগণের মাঝে আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।