
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেছেন, নিজের উপর বিশ্বাস রাখতে ও কঠোর পরিশ্রম করে লক্ষ্য অর্জন করতে হবে
তিনি বৃহস্পতিবার পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি সততা, শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে; শিক্ষা ও জ্ঞানকে জীবন ও জাতির পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে; ভালো আচরণ ও নাগরিক দায়িত্বের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখার আহবান জানান।
শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।