
চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি।।দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকায় বেলান নদীতে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চায়না দুয়ারী জাল বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। কারণ এই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে যায়। বিশেষ করে প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহারে মা মাছ ও পোনা ধ্বংস হয়ে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।
উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম জানান, অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। মাছের প্রজনন, নদীর জীববৈচিত্র্য এবং স্থানীয় জেলেদের জীবিকা রক্ষার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, অবৈধ এই জাল ধ্বংসের ফলে মাছের বংশবিস্তার বাড়বে এবং দীর্ঘমেয়াদে নদীর স্বাভাবিক ভারসাম্য ফিরে আসবে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন,
“চায়না দুয়ারী জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এই জাল শুধু মাছের জন্য নয়, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই যেকোনো মূল্যে এই জাল ব্যবহার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”