
চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সংবাদকর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার সভাপতিত্ব করেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
আলোচনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, নিকাহ্ রেজিস্ট্রার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে কিশোরীদের শিক্ষাজীবন ও স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হয়। অকাল মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকি, পারিবারিক অশান্তি ও দাম্পত্য জীবনে অস্থিতিশীলতার মতো ভয়াবহ পরিণতির শিকার হতে হয় তাদের।”
তারা আরও উল্লেখ করেন,
“বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং সামাজিক ঐক্য ছাড়া এ ব্যাধি নির্মূল করা সম্ভব নয়।”
সভায় বক্তারা স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, বাল্যবিবাহের কুফল নিয়ে সেমিনার আয়োজন এবং অভিভাবকদের কাউন্সেলিং করার পরামর্শ দেন।
অংশগ্রহণকারীরা একমত হয়ে বলেন, খানসামা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং কোনো পরিস্থিতিতেই অপ্রাপ্তবয়স্কদের বিয়ে মেনে নেওয়া হবে না।