চৌধুরী নুপুর নাহার তাজ।। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানসামা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও খানসামা উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আগামী প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও স্মরণীয় করে তুলতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।