
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
জামাতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোন মূল্য নেই। এজন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি। গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে। একটি হবে একটি হবেনা এটা আমরা মানবোনা। এসময় তিনি আরো বলেন, কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই। যে যার মত রাজনৈতিক মতামত পেশ করবে এটাই স্বাভাবিক। আমরা ৮টি দল মিলে গণভোট সহ বিভিন্ন দাবি আদায়ে এক হয়ে আন্দোলন করে যাচ্ছি। এর আগে পঞ্চগড়ে হাসপাতাল উন্নয়নে ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। রবিবার দুপুরে জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমানের পক্ষে জেলা প্রশাসক মো: সাবেত আলীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতা। জামাতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এসময় চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক সাবেত আলী, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, গণ অধিকার পরিষদে জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।