চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি।।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী আনারুল ইসলামকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন।
আনারুল ইসলাম গাজীপুর জেলার চান্দুরায় চৌরাস্তা এলাকায় গত বছরের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তাঁর শরীরে এখনও রয়েছে ১০টি গুলি, ফলে এক বছর পেরোলেও তিনি সুস্থ হতে পারেননি। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দিনাজপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তিনি আনারুলের চিকিৎসার জন্য নিয়মিত আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছিলেন। পরবর্তীতে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানালে জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুন নিজ উদ্যোগে আনারুলকে ঢাকায় নিয়ে যান এবং সহায়তা গ্রহণে সহযোগিতা করেন।
চিকিৎসা সহায়তা পেয়ে আনারুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।