ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই একটি ট্রাকের চাপায় সামছুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত সামছুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়া গামী একটি চাল বোঝাই ট্রাক ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছিলে, খামারপাড়া দিক থেকে আসা সামছুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী, পিছনে একটি শিশুকে নিয়ে আসার পথে শিশুটি লাফ দিয়ে সাইকেল থেকে নামলে বাইসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।।