এই ধরাধাম কে নিজের মনে করে
যারা অপরাধ করে বেড়ায়
জীবন বাজি ধরে,
চিন্তা করে দেখে না আজ মরলে
কাল হবে পরকাল,
কেমন হবে সেইদিন তাদের হালচাল।
কথার মধ্যে নেই যার
ভদ্রতার রেশ,
উস্কানীতে সেরা জীবনের বিশ্লেষণ
করে না চুল -চেরা।
ভয় ডর নেই সব সময় মাথা গরম
নেই লাজ লজ্জা সরম।
কথায় কথায় দেখে যারা
চোখে মুখে আগুন,
তাদের কাছে কি করে আসবে
অগ্নি ঝরা ফাগুন।
ঘুণপোকা খেয়েছে যাদের সব
রক্ষা কর হে আল্লাহ মালিক তুমিই সেরা রব।।