
যাকে চেয়েছি প্রাণের চেয়ে,
রেখেছি মাথায়, নয়নে ছেঁয়ে।
সেই তো আমায় ছুঁড়লো ছুরি,
ভালোবাসায় ছিল কেবল চুরি।
ঘর করেছিলাম স্বপ্ন বুনে,
সে খেলছে কানকথা শুনে।
চোখের সামনে মিথ্যে হাসি,
পেছনে বিশ্বাস যায় ভাসি।
চালাকি তার মিষ্টি কথায়,
হৃদয় জ্বলে নিঃশব্দ ছায়ায়।
শরীর ছিল, মনটা ছিল না,
ভালোবাসা ছিল, মাত্র ছলনা।
যে নারী মুছে তোমার নাম,
তার কাছে শুনবে নিজ বদনাম।
সবচেয়ে বড় যে ক্ষতি হয়,
আপনজনই যখন সর্বনাশ বয়।
স্ত্রী যদি হয় হৃদয় ঠকানো,
ঘর হয় আগুনে পুড়ানো।
ভুলেছি এখন প্রেমের ভাষা,
দেখেছি শুধু, বেঈমানের আসা।
বেঈমান বলো বেঈমান, কে সে,
তোমার জীবনে রাহু হয়েছে যে।
চিনোনি এখনো তারে, ভন্ডরে,
সে যে আছে সব পুরুষের ঘরে।
নারী মানেই পাজি, অশান্তির কাজী,
লোভ মিথ্যে প্রবঞ্চনা তারই সাজি।