
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে।
নিহতরা হলো পশ্চিম বাছোহাটি গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়,সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্প দিয়ে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। পাম্প চালু করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শিহাব মিয়া জড়িয়ে পড়ে। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎ তারে জড়িয়ে পুকুরের পানির নিচে পড়ে যান। এসময় তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
প্রায় আধা ঘণ্টা পর শহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা প্রথমে শিহাবের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর শহিদুল ইসলামের খোঁজে গ্রামবাসী পুনরায় ঘটনাস্থলে গিয়ে সেচপাম্পের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ গণমাধ্যমে জানান, ‘সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’