
বাবুল নরসিংদী প্রতিনিধি:জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর শিরোপা জিতেছে নরসিংদী জেলা ফুটবল দল।
১২ অক্টোবর রবিবার নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নরসিংদী জেলা ৩–১ গোলে পরাজিত করে চাঁদপুর জেলাকে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় ছিল নরসিংদী দল। প্রথমার্ধেই দুই গোল এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে চাঁদপুর একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে আরও একটি গোল করে নরসিংদী জয় নিশ্চিত করে নেয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক। পুরস্কার গ্রহণ করেন নরসিংদী জেলা ফুটবল দলের অধিনায়ক ও টিম ম্যানেজার শেখ ফরিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূঁইয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।
নরসিংদীর এ জয়কে কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।