চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি।।জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি, পুকুরে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মাঝে পদক ও সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শতাধিক মৎস্যচাষি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা.বি.প্র.বি’র প্রফেসর রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জ্যোৎস্না আরা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম এবং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বক্তারা বলেন, বর্তমান সরকার মাছ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। ফলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা মানুষের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একইসঙ্গে মৎস্য খাত জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরে উপজেলার সফল মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।