
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
জুলাই সনদে প্রত্যাশা পূরণ না হওয়ায় পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই ওয়ারিয়র্স নামে সংগঠনের আয়োজনে পঞ্চগড় জুলাই স্মৃতি চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জুলাই ওয়ারিয়র্স পঞ্চগড় শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক মো. ফজলে রাব্বিসহ জুলাই আন্দোলনে পঞ্চগড় থেকে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই সনদের পূর্বে আমাদের নিহতদের তালিকা এবং স্বীকৃতি এখনো কার্যকর হয়নি। জুলাই সনদ ঘোষণার পূর্বে আমাদের দাবি ছিল—সনদটি জনসম্মুখে প্রকাশ করতে হবে। কিন্তু সরকার আমাদের দাবিতে কর্ণপাত করেনি।”
তারা আরও বলেন, “আমরা চাই— জুলাই আন্দোলনে নিহতদের স্বীকৃতি দেওয়া হোক-প্রতি বিজয় দিবসে জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হোক
-মৃত্যু হলে রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধাদের সম্মান জানানো হোক
-এবং এসব বিষয় জুলাই সনদে উল্লেখ করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক।”
বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করার দাবি থাকলেও, জুলাই সনদ জনসম্মুখে প্রকাশ না করায় আমরা হতাশ।”
অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, “জুলাই সনদে আমাদের দাবি সংযুক্ত করে আগামীতে তা সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। তা না হলে ‘জুলাই চেতনা’ বাস্তবায়ন সম্ভব নয়।” বক্তারা অতিদ্রুত এসব দাবি সনদে সংযুক্ত করার আহ্বান জানান।