
শাহিন আলম,ভূ্ল্লী ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫নং বালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণের কয়েকটি মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই কর্তনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড ও সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, তিনি বিষয়টি জানেন না। সাংবাদিকরা ভূল্লী সহকারী ভূমি অফিসার আবুল কালাম আজাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান—আবুল কালাম আজাদ গাছ কাটার বিষয়টি তাঁকে অবহিত করেননি। ইউএনও সাংবাদিকদের ফোনে বলেন, “গাছগুলো উপজেলা অফিসে আনা হবে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, কাটা গাছগুলোর আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি। তারা বলছেন, সরকারি সম্পদ এভাবে টেন্ডার ছাড়াই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হলে সরকারের আর্থিক ক্ষতি হয়।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।