1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়কে পলিথিন মুক্ত ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ।
শিক্ষার্থীদের নিয়ে ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশগত সমস্যা’ বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন বিদ্যালয়টিকে একবার ব্যবহারযোগ্য পলিথিনমুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা দেন। শিক্ষার্থীরা একবার ব্যবহারযোগ্য পলিথিন বর্জন করে বিকল্প ব্যবহার করার শপথ গ্রহণ করেন।
শুরুতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী- রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় সান্যাল পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, প্লাস্টিকের অত্যধিক ব্যবহারের ফলে প্লাস্টিক এখন জনজীবন ও পরিবেশের ওপর হুমকি হয়ে বসেছে। প্লাস্টিক বর্জ্যের দূষণের চক্রে প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, নদী, খাল, বিল, জলাশয় এমনকি মানব জাতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে চলেছে। প্লাস্টিকপণ্যের ব্যবহার পরিবেশে দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পচতে প্রচুর সময় লাগে। তাই একে ‘অপাচ্য পদার্থ’ হিসেবে আখ্যা দেওয়া হয়। প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধু উদ্ভিদ ও জলজ প্রাণীই নয়, মানুষও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহুরুল হক জুয়েল, সহকারী শিক্ষক মোঃ জিন্নাহ, সহকারী শিক্ষক মিজানুর রহমান, ইকবাল হোসেন, সানজিদা হায়দার, এখতিয়ার জাহান হালিম, নাসরিন সুলতানা, জরিনা বেগম, অরুন রায়, তাসমেরী সুলতানা, আনোয়ার হোসেন এবং শিক্ষার্থীদের মধ্যে আঁখি আকতার, আর্নিকা আকতার, সাদাত ও অনিক বক্তব্য দেন।
বক্তারা একবার ব্যবহারযোগ্য পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, শুধু আইনের প্রয়োগ নয় ব্যাপক সচেতনতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই একবার ব্যবহারযোগ্য পলিথিন বর্জনের ঘোষণা দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থী‌ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রোগ্রাম ও ফিল্ড কোঅর্ডিনেটর এএমএম মামুন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বেলার নেটওয়ার্ক মেম্বার দিপা খালকো, বেলা’র নেটওয়ার্ক মেম্বার ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট