 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৪নং বড়গাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঞগলবার (২৩ শে সেপ্টেম্বর) বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আলমগীর।
এবং ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃআলহাজ্ব আহম্মদ আলী
নেতাকর্মীরা বলেন, সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
উক্ত বক্তব্যে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন,, জামাত এখন তাদের সাথ্য হাসিলের জন্য বিএনপির নেতা নেত্রীদেরনামে পপাগান্ডা ছরাচ্ছেন,,বিভিন্ন মহলে ইসলামের দোহাই দিয়ে মৌলবাদ কায়েম করার চেষ্টা করছেন,,
মা বোনদের কে তালিমের নামে বিভ্রান্তী করছেন ধর্মের নামে দোহাই দিয়ে ডারিপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে,অথচ আমাদের রাসুল (সাঃ) বলেছেন নামায রোযা হজ্ব যাকাত ছাড়া জান্নাত পাওয়া যাবেনা তাদের হেফাজতের পক্ষাত আমির বাবু নগরি বলেছেন, জামাত যে কায়দায় ভোট চাচ্ছেন আসলে তারাই আসল জাহান্নামী হবে।