
হুসাইন মো: আরমান(রুহিয়া থানা প্রতিনিধি) ঠাকুরগাঁওয়ের রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা দোমোরকি কবরস্থান সংলগ্ন উত্তরে ঘনি মহেশপুর নাডোবা কবরস্থান খেকো জবর দখলের চেষ্টা করি ভুমি দস্যুদয় ও সহযোগী ষড়যন্ত্রকারীদের কবল হতে কবরস্থান রক্ষা করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উত্তরা বাজারে নাডোবা কবরস্থান কমিটির সভাপতি মো: খাদেমুল ইসলাম খাদুর সভাপতিত্বে বক্তব্য দেন, কবরস্থান কমিটির সাধারন সম্পাদক মো: হাসান আলী, সহ সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, মো: মজিবর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল হোসেন, প্রচার সম্পাদক মো: ফারুক, কোষাধক্ষ মো: হামিদুর রহমান হান্নান, সদস্য মো: রফিকুল ইসলাম প্রমুখ।