বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অটো চার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গিয়ে পহির উদ্দীন (৫২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সকাল ৬টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পহির উদ্দীন ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় থাকা অটো চার্জারের বিদ্যুৎ লাইন খুলতে যান পহির উদ্দীন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারসহ গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, পহির উদ্দীন ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। তার এমন মৃত্যুতে সবাই হতবাক।
এ বিষয়ে ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “এটি সত্যিই দুঃখজনক একটি ঘটনা। আমরা পরিবারটির পাশে আছি।”
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে, এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।