
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার সালান্দর চৌধুরীহাট এলাকায় অবস্থিত ‘মিতু চানাচুর’ নামের একটি খাদ্য উৎপাদন কারখানায় জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রমাণ মেলে যে, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন করে আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ মিলনকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাহেনা লাবনী । উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ আক্তার ফারুকসহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, ‘মিতু চানাচুর’ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানের সময় কয়েকজন স্থানীয় ভোক্তা জানান, “আমরা নিয়মিত এই চানাচুর খেতাম। কিন্তু এর অভ্যন্তরে এমন অখাদ্য উপাদান হয়েছে তা জানতাম না। এখন থেকে এসব খাদ্যের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। আমরা চাই প্রশাসন আরও ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করুক, যেন জনগণ নিরাপদ খাদ্য পায়।”