1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি, নদীর বালি ও অন্যের জমি দখল করলে বিএনপিতে প্রাথমিক সদস্যও হতে পারবে না _____ রুহুল কবির রিজভী পলাশবাড়ীতে লগি-বৈঠার নৃশংস ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সাদুল্লাপুরে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন, কারখানা সিলগালা ও জরিমানা আটোয়ারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল

ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন, কারখানা সিলগালা ও জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার সালান্দর চৌধুরীহাট এলাকায় অবস্থিত ‘মিতু চানাচুর’ নামের একটি খাদ্য উৎপাদন কারখানায় জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রমাণ মেলে যে, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন করে আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ মিলনকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাহেনা লাবনী । উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ আক্তার ফারুকসহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, ‘মিতু চানাচুর’ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানের সময় কয়েকজন স্থানীয় ভোক্তা জানান, “আমরা নিয়মিত এই চানাচুর খেতাম। কিন্তু এর অভ্যন্তরে এমন অখাদ্য উপাদান হয়েছে তা জানতাম না। এখন থেকে এসব খাদ্যের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। আমরা চাই প্রশাসন আরও ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করুক, যেন জনগণ নিরাপদ খাদ্য পায়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট