নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে, বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলী আসলাম জুয়েলের ছোট ভাই।
আসামী আলী আফসার রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকাসত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন যৌতুক ও মোহরানা মামলার বাদী মৌসুমী আক্তার।
মামলার বাদী মৌসুমী আক্তার বলেন, ‘মামলা চলাকালীন কোর্ট অবমাননার দায়ে গত ২৩ তারিখ আসামীগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু অজ্ঞাত কারণে আসামী গ্রেপ্তার করছেনা পুলিশ। আমি তিন বছর আগে মামলা দায়ের করি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের দাপট আর অর্থের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে চলতেন বিবাদীরা। সরকার পতনের পরও যেন পুলিশের সঙ্গে গোপন যোগাযোগ রয়েছে আসামীর।’
তিনি আরও বলেন, এখন আওয়ামী ক্ষমতা দেখিয়ে আসামীরা আমাকে হয়রানি করে আসছে। পুলিশ আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, মামলার বাদী মৌসুমী আক্তার আসামী আলী আফসার রানার স্ত্রী পারিবারিক কলহের জেরে বাদী তার স্বামী আলী আফসার রানার বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে একটি ৮ লক্ষ টাকার মোহরানার মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ লক্ষ টাকা মোহরানা পরিশোধ ও তার স্ত্রীর ভরণ-পোষন বাবদ প্রতি মাসে ৩ হাজার টাকা পরিশোধের আদেশ দেন আদালত।
আসামী আদালতের রায় অবমাননা করে ক্ষমতায় দাপটে,অর্থের প্রভাব খাটিয়ে আদালতের রায়কে তোয়াক্কা না করে, হয়রানি করছেন বলে জানান মামলার বাদী মৌসুমী আক্তার।
এবিষয়ে থানা পুলিশ জানায়, আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামীকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।