
বিশেষ প্রতিনিধি: রাজনীতির মঞ্চে প্রায়ই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এমনই এক চমক দেখা গেল ঠাকুরগাঁও সদর আসনের নির্বাচনী জনসভায়।
গত শনিবার (৪ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে যোগ দেন ঠাকুরগাঁও জেলা রেড জুলাইয়ের আহবায়ক আরিফ হোসেন রুবেলের পিতা মোঃ আনোয়ার হোসেন। তবে তিনি শুধু উপস্থিত থাকেননি—সেদিন তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।
জনসভায় উপস্থিত হাজারো মানুষের সামনে জামায়াতের ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে বরণ করে নেন। মুহূর্তেই সভাস্থলে তৈরি হয় উচ্ছ্বাস।
যোগদান উপলক্ষে আবেগঘন বক্তব্যে আনোয়ার হোসেন বলেন,
“দল ত্যাগ করা সত্যিই দুঃখজনক। তবে ৫ আগস্টের পর বিএনপির কার্যক্রম উপলব্ধি করে আমি আজ জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। আমার অনুরোধ—আমরা যেন দলকানা না হয়ে দেশের ও জনগণের দিকে তাকাই।”
রাজনৈতিক মহলে এ যোগদানকে ঘিরে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।