1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি নুরের ওপর হামলায় গাইবান্ধায় জাতীয় পার্টি কার্যালয় ভাংচুর লিডারশীপ নেতৃত্ব একটা আমানত শুধু দায়িত্বশীলতা নয়,ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির জেলা বিএনপির সভাপতির নামে মিথ্য গুজব প্রতিবাদ উপজেলা বিএনপির পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ শুরু ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের শ্বাশুড়ী ও ছেলে আটক আবারো ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক রেদওয়ান মিলন গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ খানসামা উপজেলা বিএনপির দূর্দিনের কান্ডারী, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন

ঠাকুরগাঁওয়ে ট্রাকভর্তি সার জব্দ : হেলপার ড্রাইভার পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: সারের জন্য যখন কৃষকেরা হাহাকার করছে, ঠিক তখনই ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে একটি ট্রাকভর্তি সার আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত একটার দিকে ইউনিয়নের দেহন ঈদগাহ ময়দানের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে সরকারি দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির জন্য সার সিন্ডিকেট রাতের আঁধারে ট্রাকভর্তি করে মজুত করছিল। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও কৃষি অফিসার ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে উপজেলা অফিসে নিয়ে যায়। আটকৃত ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো-ট-১২-১৬২৮।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সরকারি দরে এ সার বিক্রির মূল্য বস্তাপ্রতি ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কৃষকেরা অভিযোগ করেন, বাজারে একই সার কিনতে হচ্ছে ১ হাজার ৮শ থেকে ২ হাজার টাকায়।

স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন বলেন, “আমরা মাঠে চাষ করি, অথচ সার পাচ্ছি না। সরকারি দামে তো সার পাওয়া যায় না। বেশি দাম দিলেও নেই। অথচ চোরাই সিন্ডিকেট ট্রাকভর্তি করে মজুত রাখছে। এটা আমাদের সঙ্গে অন্যায়।”

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন,“রাত একটার দিকে খবর পেয়ে আমরা ৩শ বস্তা টিএসপি সার বোঝাই ট্রাকটি জব্দ করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রি করা হবে এবং রাজস্ব খাতে জমা দেওয়া হবে।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সার ও গাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট