রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে পুলিশি হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জহিরুল ইসলাম বলেন, “আজও আমাদের রুহিয়া থানায় মামলা করতে হলে টাকা দিতে হয়। ধর্ষণের মতো নৃশংস ঘটনায়ও আসামিকে ধরতে ঘুষ লাগে। এমনকি গরু চুরি হলে থানায় গিয়ে গরু ফেরত আনতেও টাকা দিতে হয়।”
তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার এখন টাকার বিনিময়ে নির্ধারিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হলেও অনেক ক্ষেত্রেই তারা সাধারণ মানুষকে হয়রানি করছে বলে মন্তব্য করেন তিনি।
জহিরুল ইসলাম আরও বলেন, “আমাদের এলাকার মানুষ এখনো থানায় যেতে ভয় পায়। ন্যায়বিচার চাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে যে দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনের চর্চা চালু হয়েছিল, তা এখনো রুহিয়া থানায় বহাল রয়েছে। আগের বিতর্কিত পুলিশ অফিসাররাও বহাল তবিয়তেই আছেন। ফলে বিএনপির কার্যক্রম বারবার বাধার মুখে পড়ছে।”
সমাবেশে রুহিয়া থানা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও পুলিশের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁরা আরও সক্রিয় থাকবেন।