
নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকালে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও।
এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউট পর্যালোচনা করেন এবং উত্তম পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পাশাপাশি তিনি সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারগণ, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবিসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, চলমান মামলা নিষ্পত্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সভাপতি পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশ দেন।
কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের চাহিদার ভিত্তিতে ১১ জন পুলিশ সদস্যকে বিভিন্ন জরুরি ঔষধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।