
নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় এসেছে এক বিতর্কিত প্রার্থী—মামুনুর রশিদ মামুন। তিনি রাণীশংকৈল উপজেলার গাংগুয়া এলাকার বাসিন্দা এবং ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মামুন ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। তার পিতা নওশাদ মাহাতের বিরুদ্ধে অতীতে একাধিক বিবাহ এবং পারিবারিক বিরোধের অভিযোগ ছিল, যা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়। এছাড়া মামুনের বিরুদ্ধেও অপহরণ, দখল ও আর্থিক অনিয়মের বিষয়ে থানায় ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। এসব বিষয়ে সিআইডি ও পিবিআই তদন্ত করছে বলে অভিযোগকারীদের দাবি।রাণীশংকৈল উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, তার বিরুদ্ধে স্থানীয় ইউএনও অফিস, আর্মি ক্যাম্প ও থানায় একাধিক অভিযোগ রয়েছে।