
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:সরকারি অনুমোদিত ডিলার না হয়েও ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার কালীতলা বাজারে এক ব্যক্তির গুদামে ট্রাকভর্তি সার মজুদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্থানীয় কৃষি মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স হবিবর ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের গুদামে হঠাৎ করে ট্রাকভর্তি ইউরিয়া সার ঢোকানো হয়। পরে অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি সরকারি তালিকাভুক্ত কোনো সার ডিলার নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনে অন্তত ৩০০ বস্তা ইউরিয়া সার মজুদ রয়েছে। এ বিষয়ে গুদাম মালিক রশিদুল ইসলাম (রুহিয়া আওয়ামী কৃষক লীগের সভাপতি হবিবর রহমানের ছেলে) বলেন, “সার এসেছে ঠিকই, তবে এর সঙ্গে বৈধ কোনো ক্রয়রশিদ দেখাতে পারছি না।”
অন্যদিকে, স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন, বাজারে সার সঙ্কট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। অথচ এই গুদামে এত বিপুল পরিমাণ সার মজুত রয়েছে।
ঘটনার বিষয়ে রুহিয়া থানার ওসি নাজমুল কাদের বলেন, “৩০০ বস্তা ইউরিয়া অবৈধভাবে মজুদের তথ্য পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, “ডিলার না হয়েও সরকারি সার মজুদ রাখা সম্পূর্ণ অবৈধ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় কৃষি বিভাগ ও পুলিশের যৌথ তদন্ত দাবি করেছেন সচেতন মহল।