
পা-টি বিছায় হয় না বসা
হয় না গল্পের আসর?
হয় না দেখা তারার খেলা
জোছনা রাতের বাসর।
টাটকা সবজি পাই না এখন
পাই না বিলে মাছ,
গোয়াল ভরা নাই তো গরু
পাই না দুধের স্বাদ।
দেয় না এখন ধুপের ধোঁয়া
সন্ধ্যা প্রদীপ বাতি,
গহীন রাতে মন কাড়ে না
মিষ্টি সুরের বাঁশি।
নিত্য মোরা পান্তা খেয়ে
ছুটছি কাজে মাঠে,
এখন শুধু বৈশাখে খাই
বছর কাটাই লাজে।
হয় না এখন গাঁয়ের মাঠে
নিত্য নতুন খেলা,
হয় না বিলে শাপলা তোলা
ভাসিয়ে কলার ভেলা।
শীত সকালে হয় না খাওয়া
মুড়ি রোদে বসে,
চোখ দুটো লাল হয় না করা
পুকুর জলে নেমে।
হারিয়ে গেছে বিল জলাশয়
পুকুর নালা ডোবা,
সব কিছুই আজ পড়ছে চাপা
উঠছে দালান কোঠা।
ধনের নেশায় ডুবছে মানুষ
খুঁজছে শুধু টাকা,
প্রেম প্রীতি সব যাচ্ছে ডুবে
ডুবছে মানবতা।