
স্টাফ রিপোর্টারঃঢাকা-সিলেট হাইওয়ে প্রজেক্টে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, প্রজেক্ট ম্যানেজারের একটি ‘অভিনেতিক প্রস্তাব’ প্রত্যাখ্যান করায় এক শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলা হয়।
নির্যাতনের শিকার ওই শ্রমিক বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, প্রজেক্ট ম্যানেজারের নির্দেশে সাইট ইঞ্জিনিয়ার মিলনসহ কয়েকজন মিলে তাকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়।
শ্রমিক পরিবারের দাবি—এ ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে ভয়ভীতি প্রদর্শন করে অন্য শ্রমিকদের মুখ বন্ধ রাখা যায়। ইতোমধ্যে এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকায় এ ঘটনা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
—