
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার রেকডিও মালিক জমেলা বেগমের জেল নং ৮৮ এর ১৫টি দাগে ২ একর ৯১ শতক জমির দখল বুঝিয়ে দিয়েছেন প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত লাল নিশানা টাঙিয়ে ঢাক-ঢোল পিটিয়ে এসব জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া জমি উপজেলার ৩নং হোসেনগাঁও
ইউনিয়নের ক্ষুদ্র বাশবাড়ি এলাকায় ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা সকালে ঘটনাস্থলে উপস্থিত হন। জমি মেপে লাল কাপড়ের খুঁটি বেঁধে দেন ।
প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়,
রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড় মৌজায় খারিজ নং ২৫১০৯ জমি পরিমান ২ একর ৯১ শতক জায়গা কোটের নর্দেশে প্রকৃত মালিক জমেলার সন্তনদের দখল করে বুঝিয়ে দেওয়া হল।
এসময় জমিটির প্রকৃত মালিক ,সার্ভেয়ার আবুল কালাম ও রাণীশংকৈল থানার পুলিশ উপস্থিত ছিলেন। ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমিটি বুঝিয়ে দেওয়ায় উচ্ছাস প্রকাশ করেন ঐ এলাকার জনসাধারণ।