
শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে হিমালয় বিনোদন পার্ক হলরুমে কর্মশালাটি শুরু হয়।আয়োজন করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস (প্রশাসন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো:জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি পঞ্চগড় চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আলহাজ্ব আবু হিরণ, ট্রেজারার পঞ্চগড় চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি মো:শফিউজ্জামান পাটোয়ারী রুবেল প্রমূখ।আলোচক ছিলেন মো:হেলাল উদ্দিন,গৌরাঙ্গ নাথ রায়, মোহাম্মদ মকবুল। কর্মশালায় ১১০ জন প্রশিক্ষণার্থি অংশগ্রহণ করেন।