শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ডাহুক নদী এবং ভজনপুরের করতোয়া নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গতকাল গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান কর্তৃক অভিযান পরিচালনাকালে পরিবেশ বিধ্বংসী মোট ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় । ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিকগণ অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, শুকানী এবং রওশনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নিবার্হী অফিসার। #