প্রভাষক এস এম মনিরুজ্জামানঃ পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনা জেলা শহরের পাঁচ মাথা মোড়ে এভাবেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খুঁড়াখুঁড়ি কাজ শুরু হলেও কি কারনে বিলম্ব হচ্ছে এ প্রশ্নের উত্তর কারো কাছে নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, পাঁচ মাথা মোড় রাস্তাটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এর পরেও কেনো জানিনা ড্রেন নির্মাণে ধীর গতিতে কাজ আগাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় যে, ঠিকাদারী প্রতিষ্ঠানের আন্তরিক সদিচ্ছার অভাবে জনদুর্ভোগে অতিষ্ঠ জনজীবন হয়ে গেছে পাঁচ মাথা মোড় রাস্তায়।
জনদুর্ভোগের বিষয়ে কথা হয় গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট আবুল বাশার রানা’র সাথে, তিনি বলেন,
মানুষ নিজেরদেরকে সচেতন করতে হবে। আবহাওয়া জটিলতা ও সদিচ্ছার অভাবে হয়তো কাজে সময় ক্ষেপন হতে পারে। অনেক যাত্রী সাধারণ রাস্তার পাশে মোটর সাইকেল, ইজিবাইক, সিএনজি রেখে জনদুর্ভোগকে আরো বাড়িয়ে তোলে। তাই সচেতনতার সাথে বাইক, রিক্সা, ইজিবাইক, অটো, সিএনজি রাখতে পার্কিং করতে হবে।
পথচারীরা রিক্সা ও অটোরিকশা শ্রমিকরাসহ সকল শ্রেণী-পেশার মানুষজন অনতিবিলম্বে আন্তরিকতার সাথে রাস্তাটির সংস্কার কাজ ও ড্রেন নির্মাণের কাজ শেষ করার জন্য অনুরোধ জানিয়েছেন।