
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং অদম্য নারী পুরস্কার- ২০২৫ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা প্রদান এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরীফ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোরশেদ আলী খান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, চিকিৎসক ডাঃ মমতাজ বেগম পলি, এনজিও প্রতিনিধি সেবাস্টিয়ান পিউরিফিকেশন , শাহনাজ শিরিন, সমাজসেবক নাজমা মসির।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।
আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার ২০২৫ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।