
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর লাবীব মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ও শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার ড. মো. শোয়াইবুর রহমান।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমির সাবেক অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো মাহবুবুর রহমান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বিরলের মঙ্গলপুর মাইনুল হাসান মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, কসমো গ্রুপের সিনিয়র রিজিওন ম্যানেজার মোঃ সুমন সরকার, আঞ্জোয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফাসিহুর রহমান লাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাবীব মডেল স্কুলের সহকারী শিক্ষক এ কে আজাদ।
সব শেষে বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণার করেন লাবীব মডেল স্কুলের চেয়ারম্যান এইচএম মোঃ শহিদুল্লাহ।