1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি নুরের ওপর হামলায় গাইবান্ধায় জাতীয় পার্টি কার্যালয় ভাংচুর লিডারশীপ নেতৃত্ব একটা আমানত শুধু দায়িত্বশীলতা নয়,ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির জেলা বিএনপির সভাপতির নামে মিথ্য গুজব প্রতিবাদ উপজেলা বিএনপির পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ শুরু ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের শ্বাশুড়ী ও ছেলে আটক আবারো ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক রেদওয়ান মিলন গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ খানসামা উপজেলা বিএনপির দূর্দিনের কান্ডারী, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন

দিনাজপুর জেলার জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের রাজনীতিতে জনপ্রিয় মুখ এবং মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত আখতারুজ্জামান মিয়া।

🌾 তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে জনগণের আস্থা অর্জন করেছেন।
আখতারুজ্জামান মিয়া’র রাজনৈতিক যাত্রা শুরু হয় বড় ভাই মরহুম জাকারিয়া মিয়া’র মৃত্যুর পর। তিনি এক সময় চিরিরবন্দর উপজেলা বিএনপি ও দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ভাইয়ের মৃত্যুর পর আখতারুজ্জামান মিয়া সক্রিয়ভাবে চিরিরবন্দর উপজেলা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তৃণমূল পর্যায়ে সংগঠন সুসংগঠিত করে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরবর্তীতে খানসামা উপজেলাতেও সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেন তিনি। দুই উপজেলার মোট ১৬২টি ওয়ার্ড কমিটি গঠন করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে নতুনভাবে সুসংগঠিত করেন। এ কারণে স্থানীয়ভাবে তাকে আধুনিক বিএনপির রূপকার হিসেবে অভিহিত করা হয়।

২০০১ সালের ১ অক্টোবরের জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য সাবেক হুইপ মো. মিজানুর রহমান মানুকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন। দীর্ঘদিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দেন।
রাজনীতির অস্থির সময়েও তিনি ছিলেন আন্দোলনের সামনের সারিতে। ২০০৭ সালের সেনাশাসিত সরকারের সময় থেকে ২০২২ সাল পর্যন্ত দিনাজপুর-৪ আসনে প্রায় সব আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন দিনাজপুর-৪ আসনে প্রতিহত হয়ে স্থগিত হয় এবং পরবর্তীতে ১৬ জানুয়ারি পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা যখন জেল-জুলুম ও হামলা-মামলার শিকার হয়েছেন, তখন তাদের অধিকাংশের পাশে দাঁড়িয়েছেন তিনি। ব্যক্তিগত ও আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত জামিন কার্যক্রমে সরাসরি সময় দিয়েছেন। আজও তাকে দিনাজপুর কোর্টের বারান্দায় নেতাকর্মীদের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

সর্বশেষ ২০২৪ এসে মিথ্যা ভিত্তিহীন নাশকতা মামলায় জেলে গিয়েছেন আখতারুজ্জামান মিয়া।

এমপি নির্বাচিত হলেও তিনি ঢাকায় না থেকে এলাকাতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। সবসময় তৃণমূলের মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেন।
বর্তমানে আখতারুজ্জামান মিয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির এই কঠিন সময়ে চিরিরবন্দর ও খানসামার সাধারণ জনগণ আবারও তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট