
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ১১ ডিসেম্বর-২০২৫ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাটচাষী সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (প্রকল্প পরিচালক, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর-ঢাকা) দীপক কুমার সরকার।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রিয়াজ উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন, বিএডিসির যুগ্ন পরিচালক (পাটবীজ) মোঃ সুলতানুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শাহ আলম, দিনাজপুর পাট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন দিনাজপুর পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার।
পাট ও পাটবীজ চাষীদের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদ জামাল হোসেন, খানসামা উপজেলার মোহাম্মদ মিজানুর রহমান, চিরিরবন্দর উপজেলার মোঃ রবিউল ইসলাম প্রমুখ। উক্ত পাট চাষী সমাবেশে দিনাজপুর সদর ও বিভিন্ন উপজেলার পাট ও পাট চাযীগন অংশ নেন।