
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) নির্বাচনী এলাকায় বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বিকেল ৪ টায় পার্বতীপুর বাস টার্মিনাল প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন দিনাজপুর ৫ আসনের প্রকৃত ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন প্রদান করা হয়েছে। এতে বিএনপি’র তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বক্তারা অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে এলাকাবাসীর দাবি প্রতিফলিত করার আহ্বান জানান। প্রতিবাদ সভায় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় নেতারা জানান, দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
তৃণমূলের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম রেজওয়ানুল হক,
পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র এ. জেড. এম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।