
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর।। স্থানীয় জনগণের সঙ্গে কথা বললে দেখা যায়, অনেক ভোটারই মনে করছেন,তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, এলাকায় ব্যক্তিগত গ্রহণযোগ্যতা রয়েছে এবং মানুষের দুঃখ–কষ্টে পাশে থাকার চেষ্টা করেন। বিশেষ করে যারা দলীয় রাজনীতির বাইরে একজন সৎ ও যোগ্য প্রার্থী খুঁজছেন, তাদের একটি বড় অংশ তাঁর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন।
জনগণের মতামত বিশ্লেষণ করলে বলা যায়, বর্তমানে তাঁর পক্ষে ৫০–৬০ শতাংশ পর্যন্ত সম্ভাবনা দেখছেন অনেক সচেতন ভোটার। তবে এই সম্ভাবনা নির্ভর করবে মাঠপর্যায়ের প্রচারণা, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং শেষ মুহূর্তে জনমত কোন দিকে যায় তার ওপর।
অনেকের ধারণা, যদি তিনি নিরপেক্ষ ভোটারদের আস্থা ধরে রাখতে পারেন এবং তরুণ ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনতে সক্ষম হন, তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়েও শক্ত অবস্থানে থাকা সম্ভব। জনগণের একটি বড় অংশ ইতোমধ্যেই মনে করছেন,এই আসনে ফলাফল নির্ধারণ করবে ব্যক্তি, দল নয়।
সব মিলিয়ে বলা যায়, জনগণের মতামত অনুযায়ী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক সাহেবের জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্য ও বাস্তবসম্মত, যা সঠিক কৌশলে আরও বাড়ানো সম্ভব।
আপনারা কি মনে করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে হক সাহেব জেতার সম্ভাবনা কতটুকু?