দৈনিক ঝড় তার চতুর্থ বর্ষে পদার্পণ করছে— এ সত্যিই আমাদের জন্য এক আনন্দঘন মুহূর্ত। একজন নিয়মিত পাঠক হিসেবে আমি গর্বিত যে, এই পত্রিকা শুরু থেকেই সত্য, সাহস এবং নিরপেক্ষতার মানদণ্ড ধরে রেখেছে।
দৈনিক ঝড় শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সামাজিক দায়িত্ব পালনের একটি দৃঢ় প্ল্যাটফর্ম। এখানে পাওয়া যায় দেশ ও সমাজের বাস্তব চিত্র, অবহেলিত মানুষের কথা, উন্নয়ন ও সম্ভাবনার গল্প, এবং অন্যায়ের বিরুদ্ধে সরব প্রতিবাদ।
আমার দৃঢ় বিশ্বাস— আগামী দিনে দৈনিক ঝড় আরও গঠনমূলক ভূমিকা রাখবে। সত্য প্রকাশে নির্ভীকতা, পাঠকের আস্থা অর্জনে আন্তরিকতা, আর সামাজিক পরিবর্তনের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিই হবে এর মূল চালিকা শক্তি।
বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে আমি দৈনিক ঝড়ের সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মী এবং সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের কলমের শক্তি থাকুক সত্যের পক্ষে, আর পত্রিকাটি হোক ন্যায়ের কণ্ঠস্বর।