
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়্।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে ঘরে ঘরে, জনে জনে ছুটে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির।
দেশ পুনর্গঠনের এই রূপরেখা যেন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়— বরং এটি জনগণের হাতে ভবিষ্যতের চাবিকাঠি। বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কর্মসূচি বাস্তবায়ন হলে সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে
বুধবার (২২ অক্টোবর) ৯ম দিনের মতোই তিনি পঞ্চগড় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে, প্রতিটি জনপদে পৌঁছে দিয়েছেন সত্য, বিশ্বাস ও পরিবর্তনের বার্তা।
ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, “এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের যাত্রা। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র হবে জনগণের হাতে, আর রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। ধানের শীষ মানে মানুষের অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।”
তিনি আরো বলেন, “তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা।
এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি— যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।”
ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির বলেন, “আমরা বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে, আর সেই সচেতনতা ছড়িয়ে দিচ্ছি ঘরে ঘরে, জনে জনে। বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে প্রথমে প্রয়োজন একটি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব; তারেক রহমান সেই নেতৃত্বের প্রতীক। ধানের শীষ মানে মানুষের অধিকার, গণতন্ত্রের পুনর্জাগরণ। আমরা সেই অধিকার ফিরিয়ে আনতে এসেছি।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান জ্জামান পাটোয়ারী রুবেল, পৌর বিএনপির নেতা শামসুজ্জামান বিপ্লবসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার নওশাদ জমিরের নেতৃত্বে এই কর্মসূচি এখন এক জনআন্দোলনে রূপ নিচ্ছে ঘরে ঘরে, জনে জনে পরিবর্তনের অঙ্গীকর ছড়িয়ে দিচ্ছে পঞ্চগড় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাড়িতে পেয়ে অনেকে তাকে দোয়া দিয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা বিএনপি এবার বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন।