
নিজস্ব প্রতিবেদক।। নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে মুরাদনগর গ্রামে আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ ও সমীর বাহিনীর অতর্কিত হামলায় ইদন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আর ও ৫ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর রাতে প্রায় ৫ টার দিকে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ও সমীরের নেতৃত্বে সলিমগঞ্জ, বাঞ্ছারামপুর, নবীনগর, নিলক্ষাসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা সন্ত্রাসীরা অগ্নেয়াস্ত্র নিয়ে ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ইদন মিয়া মারা যান।
আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা জানান, হামলার পর আসাদ বাহিনী গ্রামে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এ ঘটনায় আতঙ্কে গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।
স্বেচ্ছাসেবক দলের সদর থানা শাখার যুগ্ম আহ্বায়ক নায়েব আলী মেম্বার অভিযোগ করে বলেন, “আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ও সমীর ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে একজন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।”
উক্ত ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টেলিভিশনের সাংবাদিক আইয়ুব ও হামলার শিকার হন এবং গুরুতর রক্তাক্ত জখম হন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।