
মাসুদ রানা বাবুল।।নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মানে হোসেন চৌধুরী এবং সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার নুর-ইলহাম।
এ সময় ছাত্র সমন্বয়ক মুনিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদ ও আহত পরিবারের মাঝে মোট ৯৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, “জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
আয়োজন করে নরসিংদী জেলা পরিষদ।
িলয় ইসলাম নরসিংদী