
আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শনসহ পৃথক দু’টি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩অক্টবর) সকাল ১০টায় থেকে ববিকেল ৫টা পর্যন্ত উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় পরিচালিত উপজেলার কুলকাঠিতে আল-আমিন ডেইরি ফার্মসহ বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলার খাগড়া খানা মডেল স্কুলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তফাজ্জেল হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন। এসময় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রিপন কুমার চ্যাটার্জী ও রেজাউর রহমান লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।