আমির হোসেন: ঝালকাঠির নলছিটিতে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার( ৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অ: দা:) ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. কাওছার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নুসরাত জাহান,নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক।