
আমির হোসেনঃ নলছিটির জুলাই শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত করতে ঢাকা থেকে আসেন তার বিশ্ববিদ্যালয়ের (BUFT) প্রো ভিসি,শিক্ষক ও অধ্যায়নরত শিক্ষার্থীরা।
শনিবার (৪ অক্টোবর) বাদ জোহর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার ও চাচা সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার।এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সংগঠক এনসিপির প্রতিনিধিবৃন্দ।
জিয়ারত শেষে তাঁরা শহীদ পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন ও সার্বিক বিষয়ে খোজখবর নেন।এছাড়াও যে কোন প্রয়োজনে তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন