আমির হোসেন, ঝালকাঠিঃ”শিশু, কিশোর – কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জুলাই -সেপ্টেম্বর -২০২৫ মেয়াদে জিওবি খাতের আওতায় নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর )বিকেলে জেলা তথ্য অফিস ঝালকাঠির আয়োজনে নলছিটি চায়না মাঠ সড়ক নলছিটি মডেল সোসাইটির কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো: খলিলুর রহমান মৃধা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।তথ্য অফিসের উচ্চমান সহকারী মো: জাকির হোসেন এর সঞ্চালনায় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ,গৃহিনীরা অংশগ্রহণ করেন।