
মোঃসোহেল মালটু, চট্রগ্রাম।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির বর্তমান মহাসচিব। আজকে পল্টনে বিএনপির নেতাকর্মীদের ওপর ক্র্যাকডাউন করে পুলিশ। নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে তারা।
ইতোমধ্যে ১ জন নিহত ও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে এখন। পল্টনে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ের কলাপসিবল গেইট তালা দিয়ে ভেতরে অভিযান চালায় পুলিশ। এমন সময় মহাসচিব মির্জা ফখরুল তার নিজের কার্যালয়ে ঢুকতে চাইলে তাকে বাধা দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়।
রাস্তা ও কার্যালয় থেকে শতাধিক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দলের বড় বড় কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয়েছে দলীয় কার্যালয় থেকে।
এমন যুদ্ধটাইপ পরিবেশেও পিছু না হটে কিংবা নিরাপদে গাড়িতে উঠে বাড়ি না গিয়ে নিজের জীবনের নিরাপত্তা তুচ্ছ করে দিয়ে ফখরুল সাহেব একদম বসে পড়েছেন দলীয় কার্যালয়ের গেইটের সামনেই।
বয়স বেড়েছে অনেক, আছে নানা শারীরিক জটিলতাও। কিন্তু পাহাড়ের মত দৃঢ়তা নিয়ে অটল তিনি। কোনদিন মুখ দিয়ে আজেবাজে কথাবার্তা বলেন না তিনি। টিপিক্যাল বাংলাদেশি রাজনীতিকদের মত গালাগালি, মারামারি, উগ্রতার ধারেকাছেও তিনি নাই। এমনিতে শান্ত, কিন্তু ভেতরটা ইস্পাতের চেয়েও মজবুত। ৭৪ বছর বয়সে এসেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই মানুষটা ইস্পাতসহ দৃঢ়তা নিয়ে যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন—